ফরিদগঞ্জে সাংবাদিক মামুন পাঠানের উদ্যোগে অসহায়দের জন্য ৪টি অক্সিজের সিলিন্ডিার প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১১ পিএম, ৩ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:৪৯ পিএম, ১৪ সেপ্টেম্বর,শনিবার,২০২৪
চাঁদপুরের ফরিদগঞ্জে এক সাংবাদিকের ব্যক্তিগত অর্থায়ানে ফরিদগঞ্জ প্রেসক্লাবে ৪টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। করোনা আক্রান্ত অসহায় রোগীদের স্বার্থে মহতি উদ্যেগ নিয়ে এগিয়ে আসা এই সাংবাদিক হচ্ছেন দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান।
গতকাল সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক নেতৃবৃন্দের কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন সাংভাদিক মামুনুর রশিদ পাঠান। অসহায় মানুষের পাশে দাড়ানোর কারনে এ সংবাদকর্মীকে উপস্থিত প্রেসক্লাবের সদস্যরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সিনিয়র সহসভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সহ-সভাপতি আমান উল্যাহ আমান,জাকির সাইদ পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম ইকবাল, কার্যনির্বাহী সদস্য শিমুল হাসান, সম্মানিত সদস্য জাহিদ হোসেন, সাংবাদিক আমান উল্যাহ খাঁন ফারাভী ও সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ,আমাদের ফরিদগঞ্জ ও ইচ্ছেপূরণ যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
উপরে উল্লেখিত সামাজিক সংগঠনের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার করোনারোগীদের সেবা প্রদান করা হবে।