জামালপুরে বিজিবি’র অভিযানে প্রায় সাড়ে ১৭ লাখ টাকার ইয়াবা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১০ পিএম, ৬ অক্টোবর,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:২৭ এএম, ১ ডিসেম্বর,রবিবার,২০২৪
“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, পিএসসি এর দিক নির্দেশনায় আজ বুধবার পৃথক দুটি অভিযানে ১৭ লাখ ২৪ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে হিজলামারী এবং মোল্লারচর বিওপির টহল দল কর্তৃক কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর ফুলবাড়ী ও মোল্লার চর নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৭ শত ৪৮ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করেছে। যার মূল্য ১৭ লাখ ২৪ হাজার ৪০০ টাকা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।