সিরাজগঞ্জে জামায়াত নেতা রফিকুল ইসলাম খানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২১ পিএম, ৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৪৬ এএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
সিরাজগঞ্জে আলাদা দু'টি আদালত গ্রেফতারকৃত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার নাশকতার ১২ টি মামলার গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানকে সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। আদালত ১২টি মামলায় তাকে গ্রেফতার দেখায়। এর আগে গত ৫ সেপ্টম্বর ঢাকায় নাশকতার মামলায় রফিকুল ইসলাম খানকে গ্রেফতার করে পুলিশ।
সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। মাওলাবা রফিকুল ইসলাম খানের আইনজীবী আবু তালেব আকন্দ বলেন, সিরাজগঞ্জ ও উল্লাপাড়ায় ১২টি নাশকতার মামলায় রফিকুল ইসলাম খানকে গ্রেফতার দেখানোর পরে তাকে কারাগারো পাঠানো হয়েছে। আদালত প্রাঙ্গণে এ সময় উপস্হিত ছিলেন জেলা আমির মাওলানা শাহীনুর আলম, জেলা সেক্রেটারী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, নায়েবে আমির মাও আব্দুস সালাম, প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য ও বেলকুচী উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা তায়েব আলী, সলঙ্গা থানা আমির হোসাইন আলী, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমরান হোসেন, শহর সভাপতি সজিব প্রমুখ।