গণতন্ত্রের জন্য সত্য তথ্য গোপন করবেন না, গোপন করে ব্যবস্থা নেওয়া হবে - তথ্য কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৫ পিএম, ২৪ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০৪:৫৬ এএম, ১৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, গণতন্ত্রের জন্য সত্য তথ্য গোপন করবেন না। অবাদ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে। তথ্য অধিকার আইন জনগণের জন্য করা হয়েছে। জনগণ তথ্য চাইলে তথ্য না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিকে জরিমানা ও শাস্থির আওতায় আনাসহ বিভাগীয় ব্যবস্থার আওতায় আনা হবে।
আজ রবিবার দুপুরে সুনামগঞ্জ পৌরশহরের শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় তথ্য কমিশনার আরো বলেন, সরকারী বেসরকারী প্রতিষ্টানে জনসাধারণের জন্য তথ্য উন্মুক্ত রাখতে হবে। সিটিজেন চার্টারের মাধ্যমে সকল সেবার জানান দিতে হবে। গণতন্ত্রের জন্য তথ্য জানা অপরিহার্য। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করণের জন্যই তথ্য অধিকার আইন ২০০৯ সালে প্রণয়ন হয়েছে।
জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট্র অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, পৌরমেয়র নাদের বখত, সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ফরিদুল হাসান, মুক্তিযোদ্ধা হাজা নুরুল মোমেন প্রমুখ।