কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৯ পিএম, ২৪ নভেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ১২:২০ পিএম, ১৪ অক্টোবর,সোমবার,২০২৪
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ডেনিম নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে মহাসড়কের কুমিল্লার চান্দিনার বেলাশহর এলাকায় ওই অবরোধ চলছে।
সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি জিয়াউল চৌধুরী। তিনি জানান, বেতনসহ নানা দাবিতে ডেনিম নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলায় অবস্থায় নিয়েছে। ফলে ঢাক- চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তেজিত শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি, কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।