

ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভোট বর্জনের মধ্য দিয়ে শেষ হলো তৃতীয় ধাপের ইউপি নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৪ এএম, ২৯ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৫:০৪ পিএম, ২৫ নভেম্বর,শনিবার,২০২৩

বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে। একই সঙ্গে দেশের ১০টি পৌরসভায়ও ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
আজ রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভোট বর্জনের পর এখন চলছে গণনা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার ৩৩ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারের লাইন। সারাদেশে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ১০০ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী। এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ৫৬৯ প্রার্থী নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান ছাড়াও সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে আগের দুই ধাপসহ মোট ২৫৩ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। প্রথম ধাপে ৭২ জন এবং দ্বিতীয় ধাপে ৮১ জন একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পেতে যাচ্ছে ১০০ ইউপি।
খুলনায় নির্বাচনি সহিংসতায় যুবক নিহত : খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বাবুল শিকদার (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে মধুপুর ইউনিয়নের কোলাপাটগাতি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রবিবার দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া জড়িত অন্যদের আটকের জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসান।
এসপি মাহবুব হাসান জানান, নির্বাচনি বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে খুলনার কোলাপাটগাতি গ্রামের বাবুল শিকদারকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকজনেরা হাতুড়িসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী মাথায় গুরুতর আঘাত পাওয়া বাবুল শিকদারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে গতকাল রবিবার সকালে তার মৃত্যু হয়।
এসপি আরও জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। এরই মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারেফ হোসেন বলেন, এ উপজেলায় সহিংসতার আশঙ্কায় আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিহত বাবুল নৌকা প্রতীকের সমর্থক ছিলেন বলে শুনেছি। যদিও গতকাল ছয়টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু কোনো রকমের সহিংসতার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে, গতকাল রবিবার তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে খুলনার তেরখাদা উপজেলার মধুপুর, আজগড়া, সাচিয়াদাহ, ছাগলাদাহ, তেরখাদা সদর ও বারাসাত এই ছয়টি ইউপিতে ভোটগ্রহণ চলছে। এবারের ইউপি নির্বাচন বর্জন করেছে বিএনপি। অন্যদিকে সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও মাঠে তেমন সক্রিয় নয়। তারা আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে সমঝোতা রেছেন বলে অনেকের অভিমত। ফলে এ নির্বাচনে বৃহৎ দল হিসেবে একমাত্র আওয়ামী লীগই অংশ নিয়েছে।
ইসি সূত্র জানায়, চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। এসব ইউনিয়নে ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।
এছাড়া পঞ্চম ধাপের নির্বাচন ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৭ ডিসেম্বর। আর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর, নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর।