পীরগঞ্জে ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১০ পিএম, ১৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:৫৭ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ এক চার্জার ভ্যানচালক মোকছেদ আলীর গলাকাটা লাশ উদ্ধার করেছে।
আজ সোমবার সকালে উপজেলার কৈগাড়ী গ্রামের পুকুরপাড় থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে। মোকছেদ আলী দরিয়াপুর গ্রামের মৃত্য খিজির উদ্দিনের পুত্র।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, মোকছেদ আলী একজন চার্জার ভ্যান চালক এবং পাশাপাশী খড়ের খুচরা ব্যবসা করত। মোকছেদ রবিবার সন্ধ্যার পর ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হলেও রাতে বাড়ী ফিরেনি। সোমবার সকালে এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে বর্ণিত স্থান থেকে পুলিশ মোকছেদ আলীর লাশ উদ্ধার করে। হত্যাকারীরা মোকসেদের চার্জার ভ্যানটিও নিয়ে গেছে। এ ব্যাপারে নিহত ভ্যানচালকের পুত্র খোরশেদ মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছে এবং পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
রংপুর জেলা পুলিশের এএসপি কামরুজ্জামান মিয়া, পিবিআই এবং সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে ভ্যান ছিনতাইকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের জোড় প্রচেষ্টা চলছে।