না’গঞ্জের বন্দরে চলন্ত বাসে গৃহবধূকে গণধর্ষণ, গ্র্রেপ্তার-৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৭ পিএম, ২০ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৭:০৭ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
নারায়ণগঞ্জের বন্দর ইপজেলায় চলন্ত বাসে (১৮) বছরের এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ বাস চালক নুরুল হক (২১), বাস কন্ট্রাকটার শান্ত (১৬) ও বাস হেলপার বুলেট (১৪) কে গ্রেপ্তার করেছে।
গতকাল রবিবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর এলাকায় জাহিন গার্মেন্টস এর সামনে এ ঘটনাটি ঘটে। পুলিশ রাতেই ওই এলাকা থেকে অভিযুক্ত ওই ৩ জনকে গ্রেপ্তার করেন।
বন্দর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা জানান, রবিবার রাত ১০টার দিকে যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা একটি বাসে ওই তরুণী রূপগঞ্জের গাউছিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাসটি চিটাগাং রোডে আসতেই সকল যাত্রী নেমে যায়। পরে বাসটিতে উচ্চস্বরে গান বাজনা বাজিয়ে চালক গাড়িটি চালাতে থাকে।
এর একপর্যায়ে চলন্ত বাসের মধ্যে ওই তরুণীকে চালক, হেলপার ও কন্ট্রাকটার মিলে ধর্ষণ করে। চিটাগাং রোডের পর থেকে ঘটনা ঘটলেও বন্দরের মদনপুরে এসে ওই তরুণীকে বাস থেকে নামিয়ে দেয়া হয়। পরে ৯৯৯ ফোন করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
রাতেই গাড়ি মেরামতের দোকান থেকে অভিযুক্ত বাসটির চালক, হেলপার ও কন্টাক্টরকে আটক করা হয়েছে। ধর্ষিতা যাত্রী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষা শেষে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে। অভিযুক্ত ৩ ধর্ষককে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।