না’গঞ্জের ফতুল্লায় গ্যারেজ থেকে রিকশাচালকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৫ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১২:৩০ এএম, ২৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গ্যারেজ থেকে শহিদুল ইসলাম (৩২) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বেলা ১১টায় ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের উত্তর মাসদাইর আমেনা গার্মেন্টস সংলগ্ন সেন্টুর রিকশার গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শহিদুল বরিশাল জেলার মুলাদী থানার উত্তর পাতার চর গ্রামের মোখসের মিয়ার ছেলে।
এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার কামরুল ইসলাম জানান, শহিদুল অনেক আগে অসুস্থ হয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছিলেন। সম্প্রতি তিনি আবার ফতুল্লায় চলে আসেন। সেন্টুর গ্যারেজে থেকে ভাড়ায় রিকশা নিয়ে চালাতেন তিনি। আমার ধারণা তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।