রামগঞ্জে মাকে পুড়িয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৯ এএম, ২৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:৪১ পিএম, ৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
লক্ষ্মীপুরের রামগঞ্জে আমেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার পর লাশ আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগে ছেলে রেদোয়ান হোসেন মিলনকে (২২) আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আশারকোটা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের ওহেদ আলী ব্যাপারী বাড়ির মৃত আকবর হোসেনের ছেলে মানুসিক রোগী রেদোয়ান হোসেন মিলন তার মা ফাতেমা বেগমকে কুপিয়ে হত্যার পর কম্বল দিয়ে ঢেকে আগুনে পুড়িয়ে দেয়। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে ফাতেমা বেগমের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল আমিন জানান, রেদোয়ান হোসেন মিলন দীর্ঘদিন থেকে মানসিক ভাবে অসুস্থ। বাড়িতে এক ঘরে মা -ছেলে বসবাস করে আসছে ।
রামগঞ্জ থানা ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে থানা পুলিশ ফাতেমা বেগমের আগুনে পোঁড়া লাশ উদ্ধার ছেলে রেদোয়ান হোসেন মিলন গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।