সোনারগাঁয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ১০ জনকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৭ পিএম, ২৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৯:০৭ পিএম, ৬ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ১০ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় ও ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার রাতে আহত রনির মামা মোমেন মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ জানা যায়, উপজেলা সনমান্দি ইউনিয়নের ফতেহপুর দড়িকান্দি এলাকায় শুক্রবার বিকেলে স্থানীয় কুমারচর বনাম গাংকুলকান্দী নামে দু’দলের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন সময়ে খেলাকে কেন্দ্র করে গাংকুলকান্দী এলাকার হানিফ ও আউয়াল মিয়ার সাথে কুমারচর এলাকায় নুরে আলমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিকেল ৫টার দিকে গাংকুলকান্দী ও দড়িকান্দি এলাকার হানিফ, আউয়াল, অনিক, শাহ আলী, সাইদুল মিয়া, মারুফ, শরিফ, সানজিদ হোসেন, মুসাসহ ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল দা, ছেনা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে নুরে আলমের লোকজনের ওপর হামলা চালায়। হামলাকারীরা রনি, খোরশেদ, রাসেল, সাখাওয়াত, নূরে আলমসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়।
আহত রনি জানান, অহেতুক আমাদের ওপর হামলা চালায়। হত্যার উদ্দেশ্যেই তারা আমাদের ওপর হামলা চালিয়ে আমাদের লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
অভিযুক্ত আউয়াল জানান, ক্রিকেট খেলা নিয়ে মারামারি ঘটনা ঘটছে সত্য। কিন্তু এ মারামারির ঘটনার সাথে আমি জড়িত নই।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ক্রিকেট খেলা নিয়ে মারামারি ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।