বাঙালি নদী থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫২ পিএম, ৪ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:০৩ পিএম, ২৯ নভেম্বর,শুক্রবার,২০২৪
বাঙালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র মো. রিফাতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রিফাত বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর কাশিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
আজ শুক্রবার রাজশাহী থেকে আগত স্পেশাল ডুবুরি দল বগুড়ার শেরপুরের বাঙালি নদী থেকে রিফাতের লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানিয়েছে, মাদ্রাসা ছাত্র মো. রিফাতের বাবার নাম রকি ফকির। বগুড়া সদরের নিশিন্দারা এলাকায় তাদের বসবাস। নিহত রিফাতসহ বিনোদপুর কাশিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ৭০ জন ছাত্র নিয়মিত বাঙালি নদীতে গোসল করতো। বৃহস্পতিবারও রিফাত দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসার অন্যান্য ছাত্রদের সাথে বাঙালী নদীতে গোসল করতে যায়। পরে গোসল শেষে অন্যান্য ছাত্রের সাথে নদীর পাড়ে উঠে আসে। এ সময় তার সহপাঠীদের সে জানায় তার স্যান্ডেল নদীর পাড়ে ফেলে এসেছে। এরপর সে একাই আবারও নদীর পাড়ে স্যান্ডেল আনতে যায়। পরে তার সাথে যাওয়া ছাত্ররা সেখান থেকে চলে আসে।
এরপর দুপুরে খাবারের আগে নাম হাজিরার সময় রিফাতকে অনুপস্থিত পাওয়া যায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ বিনোদপুরে রিফাতের নানার বাড়ি, বগুড়া সদরে তার বাবার বাড়িতে খোঁজ নেন। কিন্তু তাকে না পাওয়া গেলে গতকালই রিফাতের বাবা ও মাদ্রাসা কর্তৃপক্ষ শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার সকালে তাদেরকে নদীতে মাদ্রাসা ছাত্র নিখোঁজের বিষয়টি জানালে তারা রাজশাহীতে ডুবুরির স্পেশাল টিমকে জানায়। তারা ঘটনাস্থলে এসে আড়াই ঘন্টা অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে। বর্তমানে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ দ্রুত তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।