ফরিদপুরের নগরকান্দায় ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৫ এএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ১১:৩১ এএম, ৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফরিদপুরের নগরকান্দায় ১০ বছর বয়সী ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৭ টার দিকে লস্করদিয়া ইউনিয়নের একটি গ্রামে বাড়ির পাশে কুমার নদীতে থাকা একটি নৌকায় এ ঘটনা ঘটে।
আজ শনিবার নগরকান্দা থানায় ধর্ষণের অভিযোগেএকটি মামলা করেছেন ওই শিশুর বাবা।
ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে লস্করদিয়া ইউনিয়নের আইনপুর গ্রামের বাসিন্দা অশোক মালো (৩৬)। সে বিবাহিত এবং একসন্তানের বাবা।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই শিশুটির মুখ আটকে নৌকায় নিয়ে ধর্ষণ করে অশোক। পরে এ ঘটনাটি কাউকে না জানাতে শিশুটির হাতে দশ টাকা গুজে দেন অশোক। শিশুটি বাড়িতে এসে ধর্ষনের বিষয় পরিবারের সদস্যদের জানায়। এ ঘটনার পর থেকে পালিয়ে যান অশোক মালো। নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বলেন, এ ধর্ষণ মামলার একমাত্র আসামি অশোক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুটির শারিরীক পরীক্ষার জন্য শনিবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।