বগুড়ার শিবগঞ্জ বিএনপি নেতা রবিউল বিনা প্রতিদ্বন্দ্বীতায় কাউন্সিলর নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৯ এএম, ১২ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:১৫ এএম, ৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে শিবগঞ্জ বিএনপি নেতা রবিউল ইসলাম পৌরসভার ৪নং ওয়ার্ড থেকে বেসরকারি ভাবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বলে শিবগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
জানা যায়, শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ০৪ নং ওয়ার্ড থেকে ০২ প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করে এর মধ্যে আব্দুল কাদের এর মনোনয়ন পত্র জটিলতার কারণে তার মনোনয়ন পত্র বাতিল বলে গণ্য হয়। গত রবিবার প্রার্থীতা প্রত্যাহার ও আপিল এর শেষ দিন হলেও আব্দুল কাদের আপিল না করায় বিএনপি নেতা রবিউল ইসলাম বেসরকারি ভাবে পৌরসভার ০৪নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।