পাথরঘাটায় বিস্ফোরণে হতাহত ৫১, জনমনে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩১ পিএম, ২২ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:১৮ এএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বরগুনার পাথরঘাটায় একটি বরফ মিলে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে পাথরঘাটা পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বরফ মিলে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহত ব্যক্তির নাম শাহজাহান হোসেন সম্রাট (৫৫)। তার বাড়ি পিরোজপুর জেলার পারেরহাট উপজেলার বাদুরা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এদের মধ্যে ১২ জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। এ ছাড়া অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু অক্সিজেনের সংকট দেখা দেওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।
এদিকে, বিস্ফোরণের এই ঘটনায় এক কিলোমিটার এলাকায় বিষাক্ত এমোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে। ফলে এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু বিষাক্ত গ্যাসের তীব্র গন্ধে আমরা ভেতরেই ঢুকতে পারিনি। এ সময় মাহফুজ ও রেজাউল নামে আমাদের দুই ফায়ার কর্মী অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাদের বরিশালে নেওয়া হয়েছে।
তিনি জানান, বিস্ফোরণের পর বিষাক্ত এমোনিয়া গ্যাস প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ বলা যাবে বলে জানান তিনি।