বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচন প্রচারে মতিনের পাশে শাহে আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৬ এএম, ২৪ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৪:২৯ পিএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মীর শাহে আলমকে সঙ্গে নিয়ে বিএনপি মনোনিত প্রার্থী মতিয়ার রহমান মতিনের ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচার।
আজ শনিবার বগুড়া শিবগঞ্জ পৌরসভার নির্বাচনী এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান বগুড়া জেলা আহ্ববাক কমিটির সম্মানিত সদস্য জনাব মীর শাহে আলমসহ হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
এসময় মীর শাহে আলম বলেন আগামীতে বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার এবং সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্ববান জানান।