শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামালপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৩ পিএম, ১৪ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:৪৪ এএম, ১৮ জানুয়ারী,শনিবার,২০২৫
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।
আজ বুধবার বিকেলে স্টেশন রোডে বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি কাজী মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
এর আগে সকালে শহরের বনপাড়া বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জামালপুর জেলা বিএনপির নেতাকর্মীরা।