জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৭ পিএম, ১৩ ফেব্রুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৮:৪৪ এএম, ১৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের মালিপাড়া এলাকায় ট্রাকচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও ৫ যাত্রী নিহত হয়েছেন।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে দুজন, হাসপাতালে নেওয়ার পথে তিনজন এবং জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন।
পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিবুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে যাওয়া ক্ষেতলাল থানার এসআই মো. রেজাউল জানান, নিহতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে।
তারা হলেন—সিএনজি চালিত অটোচালক মো. আমজাদ, বিআরডিবি কর্মকর্তা মোসাম্মৎ শাহিনুর বেগম এবং নাফিজ (১৮)।