তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে জনসচেতনতা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৮ পিএম, ৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ১১:২৭ এএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ২০২৪-২০২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় প্রজননক্ষম মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে ভোলার তজুমদ্দিনে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৪টায় শশীগঞ্জ সুইজঘাট মৎস্য ঘাটে উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ-পরিচালক (বরিশাল) পলাশ হালদার, সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা মৎস্য দলের সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ খোকন, মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ আল-আমিন।
উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সরকার ঘোষিত ২২দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
দিনকাল/এসএস