জবি সম্পাদক সুজন মোল্লার বাবার মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদলের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৯ পিএম, ৩০ অক্টোবর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৯:০৭ পিএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার বাবা ইসাক মোল্লা ফুসফুসে ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১.৩০ টায় টঙ্গিবাড়ির নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
সুজন মোল্লার বাবার মৃত্যুতে শোক জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এক শোক বার্তায় সংগঠনটির সভাপতি ও সেক্রেটারি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়া ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে সুজন মোল্লার বাবার মৃত্যুতে গভীর শোক জানানো হয়েছে।
দিনকাল/এসএস