হিলিতে বিএনপির কর্মী সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৭ পিএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৪:৪৫ এএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর পৌর বিএনপির আয়োজনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দক্ষিণ বাসুদেবপুর মিশন প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বিনার সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য দেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান ও সাধারর সম্পাদক নাজমুল হক।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌর রহমান, সিনিয়ার সহ সভাপতি শাহিন মন্ডল, সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন শিল্পী, যুগ্ন সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিত সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন সহ অনেকে।
বত্তব্যে নেতাকর্মীরা বলেন, দেশে শান্তি ফিরে আনতে গেলে বিএনপির হাতকে শক্তিশালি করতে হবে। কারন দেশে আওয়ামীলীগ সরকার ১৬ বছর নির্যাতন চালিছে। আজ তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এত নির্যাতনের পরেও বিএনপি দেশ ছেড়ে কোথাও যায়নি শুধু দেশের মানুষে চিন্তা করে। তাই আগামী জাতীয় নির্বাচনে বিএনপি কে ভোট দেওয়ার আহবান করেন বিএনপি নেতাকর্মীরা।
দিনকাল/এমএইচআর