বরিশাল শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৯ পিএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৪:৪৫ এএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বরিশাল মহানগর ও জেলা আয়োজিত কর্মী সভা গতকাল শুক্রবার নগরীর অশ্বিনী কুমার হলেঅনুষ্ঠিত হয়েছে।
বরিশাল মহানগর শ্রমিক দলের আহবায়ক মোঃ ফয়েজ আহম্মেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রিয় কমিটি যুগ্ম সাধারন সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।
বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দলের কেন্দ্রিয় কমিটি সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন, শ্রমিক দল কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহিদ উল্লাহ, মহানগরের সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রমুখ।
দিনকাল/এসএস