তেজস্ক্রিয় জ্বালানির রিজেক্টেড স্টিক রাশিয়ায় ফেরত পাঠালো আরএনপিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩০ পিএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০২:০৭ এএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল এসেম্বল স্টিক বা তেজস্ক্রিয় জ্বালানির একটি রিজেক্টেড স্টিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কড়া নিরাপত্তায় রাশিয়ায় ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টায় তেজস্ক্রিয় জ্বালানিবাহী গাড়ি রূপপুর প্রকল্প এলাকা থেকে সড়ক পথে ঢাকা বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকল্প সূত্রে জানা যায়, নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বলের হ্যান্ডেলিং এর কাজ করার সময় অসাবধানতায় একটি বাঁকা হয়ে যায়। সে কারনে একটি এসেম্বলের হ্যান্ডেলিং রিজেক্ট করা হয়েছিল। রিজেক্টেড ইউরেনিয়াম এসেম্বল স্টিক রিপ্লেসমেন্ট হওয়ায় বাঁকা হয়ে যাওয়া নিউক্লিয়ার হ্যান্ডেলিংটি রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমে ফেরত পাঠানো হয়।
এ দিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট সাতটি চালানে ১৬৮টি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল এসেম্বল স্টিক রূপপুরে পৌঁছে।
ঈশ্বরদী থানার অফিসার শহিদুল ইসলাম জানান, ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরে আসা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া নেওয়া হয়েছে।
দিনকাল/এসএস