খাতাপত্র থেকে ৭ নভেম্বর মুছে ফেললেও মানুষের মন থেকে মুছে ফেলতে পারেনি : সিলেটে ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৪ পিএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০২:০৩ এএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক প্রফেসর ড. এ জেড এম জাহিদ হোসেন বলছেন, ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতির ঐক্যের দিন। এই চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হবে। ফ্যাসিস্ট সরকার প্রতিহিংসার কারণে দিবসটিকে খাতাপত্র থেকে মুছে ফেললেও মানুষের মন থেকে মুছে ফেলতে পারেনি।
তিনি বলেন, দেশ জাতির চরম ক্রান্তিলগ্নে ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশ নতুনভাবে প্রাণ পেয়েছি। এরমধ্যে দিয়ে জাতীয় অগ্রগতি উন্নয়নের সূচনা হয়। বিপ্লবের এই মহান দিনটিকে মনেপ্রাণে ধারণা করতে হবে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে এদেশের মানুষ ভালোবাসে বলেই সিপাহী জনতা বন্দিদশা থেকে মুক্ত করে তাকে ক্ষমতায় বসিয়েছিলেন। এর মাধ্যমে কঠিন সময়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিলো। কল্যাণ অগ্রগতির নতুন দ্বার উন্মোচিত হয়েছিল।
ডা, জাহিদ বলেন, আমাদের নতুন প্রজন্মের কাছে বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরতে হবে। তাহলে দেশ জাতি উপকৃত হবে।
তিনি শুক্রবার বিকেলে নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (এসপিপি) সিলেট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদ (এসপিপি) সিলেটের আহ্বায়ক বিশিষ্ট পেশাজীবী নেতা ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে, সদস্য সচিব প্রফেসর ডা. শাহনেওয়াজ চৌধুরী ও আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো: মোজাম্মেল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ছিদ্দিকুল ইসলাম।
দিনকাল/এসএস