ধুনটে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫১ পিএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৩:৩৮ এএম, ৪ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বগুড়ার ধুনট সরকারি নইম উদ্দিন পাইটল মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সেফটি ফাষ্ট ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উদ্বোধনী খেলায় শেরপুর ইউনাইটেড ফুটবল একাদশকে ৩-১ গোলে পরাজিত করে জোড়শিমুল ফুটবল একাদশ বিজয়ী হয়েছে।
বেসরকারি সংগঠন সেফটি ফাষ্ট ক্লাবের সভাপতি ও খেলা পরিচালনা কমিটির সভাপতি ইমদাদুল হক রনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল। বক্তব্য শেষে তিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, মাহমুদুল হাসান সুমন, সোহেল রানা, ছাত্রদল নেতা আলম হোসান ও একে মিনু। খেলা পরিচালনা করেন জেলা রেফরি এসোসিয়েশনের সদস্য আনোয়ারুল কবির, রাকিব হাসান ও শাহজিদ রহমান কাজল।
দিনকাল/এমএইচআর