তারেক রহমানকে সাজা প্রদানের প্রতিবাদে সিরাজগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৮ পিএম, ১১ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:৩৫ এএম, ১৬ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলে আদালত কর্তৃক মানহানির একটি বানোয়াট ও সাজানো মামলায় সাজা প্রদান এবং দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ৩৪ জন নেতাকর্মী, পাবনায় ৪৭ জন নেতাকর্মীকে ষড়যন্ত্রমূলকভাবে ফরমায়েশী সাজা প্রদান এবং দলের বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ সালাহউদ্দিন আহমেদকে অযথা কারাগারে প্রেরণের ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার সময় সিরাজগঞ্জে দলীয় অফিসের সামনে জেলা বিএনপির উদ্দ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইটের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, মিড নাইটে ভোট ডাকাতির সরকার প্রতিহিংসার বিচারে অন্যায়ভাবে সাজা দিয়ে 'গণতন্ত্রের মা' বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিন বছর ধরে কারাবন্দী রেখেছে,ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে এবং সারাদেশে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠাচ্ছে, মানুষের কন্ঠরোধ করছে,গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। নিষ্ঠুর স্বৈরশাসনের যাতাকলে পড়ে মানুষ এখন বিক্ষুব্ধ।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান। প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যা নেতা-কর্মী,সমর্থক সহ জনতা অংশ নেন।
প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ শেষে সদ্য কারামুক্ত সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসকে বিএনপি, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলের মালা দিয়ে বরণ করে সম্ভাষণ জানান।