শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযোদ্বের খেতাব বাতিল প্রতিবাদে ফরিদপুরে ছাত্রদলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪২ এএম, ১২ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০১:৪২ এএম, ১৩ জানুয়ারী,সোমবার,২০২৫
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ফরিদপুরে মশাল মিছিল করেছে ছাত্রদল।
গতকাল বুধবার রাত ৮টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের সন্নিকটে ভাঙ্গা রাস্তার মোড় হতে মিছিলটি শুরু হয়। ফরিদপুর জেলা ছাত্রদল ও কোতয়ালী থানা ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিলটি বের করা হয়।
মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস, আব্দুল্লাহ আল মামুন রতন, জিয়া সালমান লিমন, হেমায়েত হোসেন, ইশতিয়াক রশিদ, কোশিক আহমেদ অনিক, জিতু খান, হাবিবুর রিমু, আশরাফুজ্জামান নোমান, আবু বক্কার সিদ্দিক, লিংকন, শামিম খান কায়েস, নাদিম মাহমুদ রুবেল, আনোয়ারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর ট্রমা হাসপাতালের সামনে পৌছে মশাল মিছিলটি শেষ হয়। মিছিলকারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।