সীতাকুণ্ডুর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাংগঠনিক সফরে কেন্দ্রীয় ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৬ পিএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৮:০০ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সীতাকুণ্ড ডিগ্রী কলেজ, সীতাকুণ্ড কামিল মাদ্রাসা, ছোট কুমিরা লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজ, বিজয় স্বরনী বিশ্ববিদ্যালয় কলেজ সাংগঠনিক সফরে ছাত্র ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।
সীতাকুণ্ড কলেজ ক্যাম্পাসে আজকের কেন্দ্র ঘোষিত "শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ" শীর্ষক কর্মশালায় দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হুসেইন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফসার জুয়েল, ও সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল বাহার, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী সেলিম উদ্দিন, সদস্য সচিব কোরবান আলী সাহেদ, পৌর ছাত্রদলের আহবায়ক ইসমাঈল হোসেন সিরাজি, সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু , দৈনিক দিনকাল সীতাকুণ্ড প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফ আলী জিকু, সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সাজ্জাদ হোসেন শাকিল। এই দিকে সীতাকুণ্ড ডিগ্রী কলেজে সকাল ১১টা ছাত্র ছাত্রীদের কে নিয়ে কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপন করে উৎসাহ প্রদান করে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।
দিনকাল/এসএস