বগুড়ায় চিরকুটসহ বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৫ পিএম, ২৯ নভেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০১:৪৪ পিএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বগুড়া শহরে নিখোঁজের একদিন পর মাহদী হাসান (৫) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৮টায় সদরের নিশিন্দারা ধমকপাড়া এলাকায় নিহতের পাশের বাড়ি থেকে লাশ পাওয়া যায়।
এ ঘটনায় লাশ উদ্ধার হওয়ার বাড়ি থেকে এক নারীকে আটক করেছে পুলিশ।
নিহত মাহদী হাসান ওই এলাকার শফিকুলের ছেলে। আটক হওয়া ওই নারীর নাম তাহমিনা (৩১)। তবে তার বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহদী গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে খেলতে দেখে তার পরিবার। সকাল ১১ টার দিকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে আজ সকালে শফিকুলের প্রতিবেশী তাহমিনার বাড়ি থেকে মাহদীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই বাড়িতে মুক্তিপন দাবিসহ একটি চিরকুট পাওয়া যায়। এতে পাঁচ লাখ টাকা দাবি করা হয়।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ ঘটনাস্থলে আছে। আমরা এক নারীকে আটক করেছি। তাকে থানায় নিয়ে এসেছি।