ধামরাইয়ে পুলিশ কনস্টেবল সুমনের অবৈধ সম্পদের সন্ধানের পরেও সে বহাল তবিয়তে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫০ এএম, ১৫ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ১০:০৮ পিএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫
ঢাকার ধামরাই উপজেলার সানোড়া গ্রামে রিয়াজ উদ্দিনের ছেলে পুলিশ কনস্টেবল সুমনের পাহাড় পরিমানণ অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার পরেও সে বহাল তবিয়তে রয়েছে।
জানা গেছে , ধামরাই উপজেলার সানোড়া গ্রামে দরিদ্র্র পরিবারে সন্তান কনস্টেবল সুমন হঠাৎ পাহাড় পরিমাণ অবৈধ সম্পদের মালিক বনে যাওয়ায় বিভিন্ন অভিযোগের কারণে পুলিশ হেডকোয়ার্টার থেকে পুলিশের এসবি গোয়েন্দা সংস্থার কাছে তদন্তের জন্য দিলে কনস্টেবল সুমনের অবৈধ সম্পদের খোঁজ পেয়ে (এসবি) সঠিক প্রতিবেদন প্রদান করে পুলিশ হেডকোয়ার্টারসে। অবৈধ সম্পদের সঠিক তথ্য পেয়েও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো পানিশমেন্টের ব্যাবস্থা না নেয়ার কারণে সে এখন বহাল তবিয়তে থেকে সে দুর্নীতি অনিয়ম চালিয়েই যাচ্ছে। সেই কনস্টেবল সুমন এখন হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাওয়ায় এলাকায় জনমনে এখন প্রশ্নের সম্মুখিন হচ্ছে। চতুর এই কনস্টেবল সুমন তার প্রায় অবৈধ সম্পদ তার ভাই, বোন, স্ত্রী ও ছেলে-মেয়ের নামে লিখে দিয়েছেন, যাতে সে দুর্নীতি দমন কমিশন (দুদকের) হাতে ধরা না পড়ে। এখনও গোপনে প্রতি দিন সকাল বিকাল তরুণ তরুণীরা চাকরির আশায় সানোড়া গ্রামে কনস্টেবল সুমনের বাড়িতে ভিড় জমাচ্ছে সুমনের ভাই নাজিমুদ্দিনের কাছে। ১০/১২ লাখ টাকার বিনিময়ে পুলিশ কনস্টেবলে চাকরি দিচ্ছে এই সুমন চক্র। সুমনের ভাই-ভাতিজা মিলে ৬ জনের সরকারি চাকরি হয়েছে ওই দুর্নীতি চক্রের ম্যাধমে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সঠিক তদন্ত করলেই বের হয়ে আসবে সুমনের দুর্নীতির আসল থলের বেড়াল।