বিএনপি মানেই গণতান্ত্রিক রাজনৈতিক দল-সাবেক এমপি বাবু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৭ এএম, ১৬ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:০১ এএম, ১৩ অক্টোবর,রবিবার,২০২৪
'বিএনপি গণমানুষের দল। বিএনপি মানেই গণতান্ত্রিক রাজনৈতিক দল। সেকারণে উন্নয়ন প্রশ্নে পরিবর্তনের জন্য বিএনপি'র বিকল্প নেই' বলে মন্তব্য করেছেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু। তিনি জামালপুরের ইসলামপুর পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদে প্রার্থী রেজাউল করিম ঢালীকে বিজয় করতে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আজ সোমবার দলীয় নেতাকর্মীরা সঙ্গে নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ শেষে দুপুরে পৌর এলাকার বেপারীপাড়ায় অনুষ্ঠিত পথসভায় ওই মন্তব্য করেন ইসলামপুর আসনের সাবেক এমপি বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু। এ সময় তিনি ভোটারদের উদ্দেশে আরও বলেন, 'বর্তমানে দেশ ভয়াবহ ক্লান্তিকাল অতিক্রম করছে। জনগণের মতামত উপেক্ষা করে আওয়ামী বাদী সরকার রাষ্ট্রীয় ক্ষমতাকে আঁকড়ে ধরে আছে।'
গণসংযোগে ধানের শীষ প্রতীকের মেয়র পদে প্রার্থী রেজাউল করিম ঢালী ছাড়াও অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক খোরশেদুজ্জামান লেবু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একে এম শহিদুর রহমান শহীদ, আব্দুল ওয়াহাব মাস্টার, একেএম মিজানুর রহমান খান শাহীন, মাহমুদ হাসান কবির মঞ্জিল, প্রভাষক হাফিজুর রহমান, মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক বাবলু সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক সেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক কারানির্যাতিত নেতা মাহফুজুর রহমান লুলু, যুবনেতা ছামিউল হক লাভলু, ইব্রাহীম খলিল, আব্দুর রহিম বাদশা, স্বেচ্ছাসেবক বিষয়ক সাবেক সম্পাদক রফিকুল ইসলাম তারা, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল কবীর ডেবিট, যুগ্ম আহ্বায়ক নুরু, সোহেল রানা খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইর্শেদ সেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি আলী নূর ইসলাম, আবু সাঈদ বাদশা, সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বিপুল, যুগ্ম আহ্বায়ক সাদমান সাকিব, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিঠুন মিয়া, পৌর ছাত্রদলের সাবেক নেতা পনির, হাসমত, সিয়াম, হাসান, তিতাস প্রমুখ।
জানা যায়, পৌর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে বিএনপি নেতারা দলীয় প্রার্থী রেজাউল করিম ঢালীকে বিপুল ভোটে বিজয় করতে ধানের শীষ প্রতীকে ভোট চান। নির্বাচনী ওই গণসংযোগে অংশ নেন বিএনপিসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি এ পৌরসভার ভোটগ্রহণের কথা রয়েছে।