ভালুকায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারন দাবীতে মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৪ এএম, ১৮ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:৩৪ পিএম, ৫ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেলী শারমীনের অপসারন দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে ক্ষুব্ধ জনতা। করোনাকালীন সময়ে হাসপাতালের জন্য বরাদ্ধকৃত নানা অজুহাতে অর্থসাৎ, হাসপাতালের ডাক্তার,নার্স ও কর্মচারীসহ আগত রোগীদের সাথে সর্বদা অসদাচরন এবং স্থানীয় এমপিকে নিয়ে গনমাধ্যমে মিথ্যাচারের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে স্থানীয় এমপি’র সমর্থকরা।
আজ বুধবার দুপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ কালে মহাসড়কের দু’পাশে যানজট লেগে যাত্রীরা চরম দুভোর্গে পড়ে। পরে মহাসড়ক ছেড়ে হাসপাতাল গেটে গিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে বিক্ষুব্ধরা। সমাবেশে অবিলম্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেলী শারমীনকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রত্যাহারের দাবী করা হয়। একই সাথে তাঁর বিরুদ্ধে আনীত অর্থসাতের বিষয়টি বিভাগীয় তদন্ত দাবী করে বক্তারা।