বগুড়ায় শহীদ বেদীতে এমপি সিরাজসহ বিএনপির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১১ পিএম, ২২ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৮:২৯ পিএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
বগুড়ায় জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য জিএম সিরাজ এবং দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
গতকাল রবিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ বেদীতে এ হামলার ঘটনা ঘটে।
আকষ্মিক এ হামলার ঘটনায় তিনি দলীয় নেতাকর্মী সহকারে নিকটস্থ সদর পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন কৃষক দল ও যুবদলের ৩ নেতাকর্মী আহত হয়। পরে পুলিশি হস্তক্ষেপে ছাত্রলীগ নেতাকর্মীরা ফিরে গেলে গোলাম মোহাম্মদ সিরাজসহ ফাঁড়িতে আশ্রয় নেওয়া বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে যান।
এ ঘটনায় কোন পক্ষই থানায় জিডি কিংবা অভিযোগ করেনি বলে জানা গেছে। তবে তাৎক্ষনিক এক প্রতিবাদ বিক্ষোভে বিএনপি নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল পৌনে ৯টার দিকে জেলা বিএনপির আহবায়ক ও সংসদ সদস্য জিএম সিরাজের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শহরের শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।
এরপর অধিকাংশ নেতাকর্মী শহীদ মিনারের পশ্চিম পাশের গেট দিয়ে হোটেল পট্টি হয়ে নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে ফিরে যান। তবে এমপি গোলাম মোহাম্মদ সিরাজসহ জেলা বিএনপির সিনিয়র কয়েকজন নেতা শহীদ মিনারের সামনের নবাববাড়ী সড়ক হয়ে দলীয় কার্যালয়ের দিকে ফিরছিলেন। এ সময় ছাত্রলীগের একদল নেতাকর্মী এমপি সিরাজকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিয়ে হামলা করে।
বড় ধরনের হামলার আশঙ্কায় তারা পুলিশের সহযোগীতায় দ্রুত নিকটবর্তী সদর পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি সামসুল হক এবং যুবদল কর্মী মাসুদ ও সোহাগ আহত হয়।
বিএনপি নেতৃবৃন্দ যখন পুলিশ ফাঁড়ির ভেতরে অবস্থান নেন তখন তার বাইরে ছাত্রলীগ নেতাকর্মীরা আবারও জিএম সিরাজের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। একসময় পুলিশের অনুরোধে ছাত্রলীগ নেতাকর্মীরা ওই এলাকা ত্যাগ করে। পরে ফাঁড়িতে আশ্রয় নেওয়া বিএনপি নেতৃবৃন্দকে নিরাপদে দলীয় কার্যালয়ে ফিরে যেতে সহযোগিতা করে পুলিশ। ততক্ষণে তাদের সঙ্গে শতাধিক বিএনপি নেতাকর্মী যোগ দিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে পাল্টা স্লোগান দেওয়া শুরু করে।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজসহ বিএনপি নেতারা শহীদ মিনার থেকে হেঁটে আসার সময় পেছন থেকে ধাওয়া করা হয়। তবে পুলিশের দ্রুত তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়।