কমলগঞ্জের ফুলবাড়ি থেকে চা-শ্রমিকের গরু চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫০ পিএম, ২৭ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০১:০৭ পিএম, ৬ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ফুলবাড়ী চাবাগান থেকে চা শ্রমিকের গরু চুরি হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগান এলাকার ১নং লাইন থেকে শুক্রবার রাত আনুমানিক ২ ঘটিকায় বাঁশের বেড়া কেটে সংঘবদ্ধ চোররা গরুটি নিয়ে যায়। গরুর মালিক চা-শ্রমিক চান্দু মিয়া (৫৫) জানান রাতের আঁধারে আমার বসত ঘরের পাশে থাকা গরু ঘরের বেড়া কেটে চোররা গরুটি নিয়ে যায়। সকালে অনেক খোজাখুজি করেও কোন তথ্য পাইনি। তিনি বলেন সারাদিন চা বাগানে কাজ করে ১০২ টাকা মজুরি পাই, আর চোররা মুহূর্তেই আমার ৩০ হাজার টাকার গরুটি নিয়ে গেছে। আশা ছিলো গরুটি ঈদে বিক্রি করে কাজে লাগাবো কিন্তু চোরে আমার সব আশা নষ্ট করে দিলো। গরু চুরির বিষয়ে কমলগঞ্জ সদর ইউনিয়নের ৩নং ওয়াডের সদস্য মোঃ আতর মিয়া বলেন গত কয়েক বছর ধরে ফুলবাড়ি চা বাগান এলাকা থেকে কয়েক শতাধিক গরু চুরি হয়েছে, কিছুদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাগান থেকে ইউসুফ মিয়া ও আসাদুল কে গরু চুরির দায়ে আটক করেছেন। আটককৃত গরু চোররা জামিনে বেড়িয়ে আসলে আমি সহ (মেম্বার) বাগান কর্তৃপক্ষ তাদেরকে বাগান থেকে বেড় করে দেওয়া হয়। তিনি আরো বলেন গরু চোর ইউসুফ মিয়া ও আসাদুল জেলে থাকাকালীন সময়ে আর কোন গরু চুরি হয়নি, গত শুক্রবার ১নং বাগান লাইন থেকে এই প্রথম আবার গরু চুরি হয়েছে। এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন গরু চুরির বিষয়ে তদন্ত করে অভিযান করা হবে।