চাঁদা দাবির অভিযোগে ১২ ছাত্রলীগকর্মীর নামে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৬ এএম, ২৮ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ১০:১৬ পিএম, ৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার বাড়ি নির্মাণ কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে ১২ ছাত্রলীগকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চত করে বলেন, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বাদী হয়ে এ মামলা করেন। গ্রেফতাররা হলেন- উপজেলার ছোট ডেরাহাড় গ্রামের আব্দুস সামাদ ও আতোয়ার রহমান।
মামলা সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম সদর ইউনিয়নের ছোট ডেরাহাড় গ্রামে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ ইট দিয়ে বাড়ি নির্মাণ করছিলেন। গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্রলীগ কর্মী আল-জাহিদসহ ১২ জন সেখানে গিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। এই টাকা না দিলে বাড়ি নির্মাণ করতে নিষেধ করে তারা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপি নেতা আব্দুর রশিদের ভাতিজা সোহান আলীকে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় আব্দুর রশিদ বাদী হয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও ছাত্রলীগ কর্মী আল-জাহিদসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ বলেন, ‘চাঁদাবাজির ঘটনা মিথ্যা। ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা করা হয়েছে। আর তারা ছাত্রলীগের কর্মী, কিন্তু কোনো পদে নেই।’ নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এজাহারভুক্ত অপর আসামিদের গ্রেফতার করতে পুলিশ মাঠে রয়েছে।’