ধামরাইয়ে গাজীখালী নদীতে বহুতল ভবন : রাজস্ব হারাচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৪ এএম, ৭ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৯:৫০ পিএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সামিউল হককে গাজী খালী নদীর মধ্যে বহুতল ভবন নির্মানের ঘটনায় লিখিত অভিযোগ দিলেও তিনি অজ্ঞাত কারনে নিরব ভুমিকা পালন করছেন।
জানাগেছে, ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকায় ভুমিদস্যু আলাল হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে সরকারী ১ নং খতিয়ানের বাথুলী মৌজার আর এস ৪৪৭ ও ৪৪৮ নং দাগে গাজী খালী নদী দখল করে ৩ তলা বিশিষ্ট নির্মানাধীন বিল্ডিংয়ের কাজ দ্রুত চালিয়ে যাচ্ছে। সরকারী জমি নদী দখল করে ভবন নির্মান বন্ধের জন্য বেলীশ্বর এলাকার আব্দুল হামিদ এক মাস আগে বাদী হয়ে ধামরাই উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সামিউল হকের কার্য্যালয়ে লিখিত ভাবে অভিযোগ দিলে ও আইন গত ভাবে কোন ব্যাবস্থা নেননি তিনি। ভুমিদস্যু আলাল হোসেন ইউ এন ও অফিসের এক কর্মচারী কে ম্যানেজ করে সরকারী জমির বহুতল বিল্ডিং উচ্ছেদ বন্ধের জন্য মোটা অংকের টাকা লেনদেন করেছে বলে অভিযোগ উঠেছে। এ দিকে অবৈধ ভাবে জমি দখল করায় সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজ্স্ব।