তজুমদ্দিনে গরু হৃষ্টপুষ্টকরণ খামারীদের মাঝে কৃমিনাশক ও ভিটামিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৮ পিএম, ৯ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:৪৯ পিএম, ৮ ডিসেম্বর,রবিবার,২০২৪
আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের অর্থয়ানে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে ভোলার তজুমদ্দিনে মাঠ পর্যায়ে ২৫জন সুফলভোগী খামারীদের মাঝে কৃমিনাশক ও ভিটামিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে ঔষধ বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, ভেটেরিনারি সার্জন ডা. সাইফুল আজম ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মনজুরুল হক প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নে ও রুপকল্প ২০৪১ এর সোনার বাংলা বির্নিমাণে প্রাণিজ পুষ্টি সমৃদ্ধ মেধাবী জাতি গঠনে এবং টেকসই উন্নয়নে হরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আলোকপাত করা হয় সভাতে।