কুলিয়ারচরে বিএনপি নেতার পুকুরে বিষ প্রয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৯ পিএম, ৯ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:৫৩ এএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি নেতার পুকুরে বিষ দিয়ে ৫ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। অজানা শত্রুরা ওই বিএনপি নেতার অর্থনৈতিক ক্ষতি করার জন্য গোপনে তাঁর পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছে এলাকাবাসী।
উপজেলার রামদী ইউনিয়নের মুজরাই গ্রামের মৃত আলী আকবরের ছেলে উপজেলা বিএনপি'র সদস্য মো. হুমায়ুন কবির (৪৭) অভিযোগ করে বলেন, গত সোমবার (৮মার্চ) সকালে প্রতিবেশীরা জানান, তার পুকুরের মাছ মরে ভেসে উঠতে শুরু করেছে।
আজ মঙ্গলবার সকালে পুকুরে বাস করা ব্যাঙ সহ সকল প্রকার মাছ মরে পানির উপর ভেসে উঠার পরই তিনি বুঝতে পারেন তার সাথে শত্রুতা করে কেউ পুকুরে বিষাক্ত কিছু ঢেলে মাছ নিধন করেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার মাছ মরে গেছে।
তিনি আরো জানান, ৩০ বছর যাবৎ এ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। এমন ঘটনা ইতি পূর্বে কখনো ঘটেনি। এবার তিনি তার পুকুরে প্রায় ১০ হাজার পাঙ্গাস, তেলাপিয়া, কই, মাগুর, মৃগেল, সিলভার ও সিং মাছের চাষ করেন। এসব মাছ মরে যাওয়ায় তার অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি হয়েছে। এ ঘটনার সংবাদ এলাকায় ছড়িয়ে পরলে মরা মাছ দেখতে শত শত মানুষ পুকুর পাড়ে ভীড় জমাচ্ছে। এবং বলাবলি করছে এ কেমন শত্রুতা?