ফরিদপুরের করিম জুট মিলে অগ্নিকান্ডে ২ কোটি ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১০ এএম, ২৪ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:৫৪ পিএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স করিম জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুরসহ পার্শ্ববর্তী জেলা হতে ফায়ার সার্ভিসের একাদিক দল এসে দুপুর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ৈ জানান, বেলা ১১টা ৪২ মিনিটের দিকে অগ্নিকান্ডের খবর পান। তিনি জানান, ফরিদপুর ছাড়াও পাশ^বর্তী এলাকা হতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি জানান, ১৯নং গোডাউনের বেল করা পাটে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে। দকমল বাহিনী আগুন নিয়স্ত্রণে আনায় সেটি পার্শ্ববর্তী গোডাউনে ছড়িয়ে পড়তে পারেনি। তবে আগুন নিয়ন্তণে আসলেও রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল পাঁচটা) গোডাউনে রাখা পাটের বেলগুলো থেকে আগুনের ধোঁয়া উঠছিল। এসব পাটের বেলগুলো ভেঙে ভেঙে তারা আগুন নেভানোর চেস্টা চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজরুল ইসলাম ঘটনাস্থলে যান। অগ্নিকান্ডের এই ঘটনায় কি পরিমাণ পাট আগুনে পুড়ে গেছে এবং কিভাবে আগুনের সূত্রপাত সেটি এখনো জানা সম্ভব হয়নি বলে সুভাষ বাড়ৈ জানান।
ফরিদপুরের কানাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, আগুনে ওই গোডাউনের প্রায় দুই কোটি টাকার পাট আগুনে পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে, করিম জুট মিলের এই অগ্নিকান্ডের খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।