ভোলায় ৭০ পিস ইয়াবাসহ এক মাদব ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৩ পিএম, ২৫ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:২৭ পিএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
ভোলা সদর উপজেলায় ৭০ পিস ইয়াবাসহ আব্দুর সাত্তার মিঠু (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভোলা সদর থানার আলিনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আকটকৃত আব্দুর সাত্তার মিঠু ভোলা সদর থানার আলিনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আব্দুর মালেকের ছেলে।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, ভোলা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিঃ মোঃ আসাদুজ্জামান খান ও সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে ভোলা সদর থানার আলিনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে আব্দুর সাত্তার মিঠু নামের এক যুবককে ৭০ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।