সামান্য ঝড়ে উড়ে গেল মুজিব বর্ষে উপহার হিসেবে দেওয়া ঘরের চাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৭ পিএম, ৩১ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:০১ পিএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচরের নতুন হাটি ও নদীর পাড়ের ২৬ টি ঘরের মধ্যে নতুন হাটির ১০ টি ও নদীর পাড়ের ৮ টি ঘরের ছাউনি সামান্য ঝড়ে উড়ে গেছে ও বারান্দার মেঝেতে ফাটল সৃষ্টি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ঘর মালিকেরা।
গতকাল মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৯ টায় বয়ে যাওয়া ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত বকুল দাস ও শংকর রায়।
তারা আরও জানান এসময় ঘরগুলোতে বসবাসরত লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তারা ঝড় বৃষ্টির মধ্যেই ঘর ছেড়ে দৌড়ে পার্শ্ববর্তী বাড়িঘরে আশ্রয় নেন।
প্রধানমন্ত্রীর দেওয়া এই উপহার ঘরের কাজের অনিয়ম ও নিম্নমানের মালামাল ব্যবহার করার কারনে এমনটা হয়েছে বলে জানান সকল ক্ষতিগ্রস্তরা।
এব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, যে ঘরগুলো ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলোকে পুনঃরায় মেরামত করে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।