দৌলতপুরের পচামাদিয়া সাহেবপাড়ার ভয়াবহ অগ্নিকান্ড ৫ লক্ষাধিক টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৪ পিএম, ২ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ০৪:০২ পিএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচামাদিয়া সাহেবপাড়া বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গরুর গোয়াল ঘরের জ্বালানো মশার কয়েলের আগুন থেকে দিনমজুর একরাম ও তার ভাই ইসলাম এবং তার মা বিবিজান সহ ৩টি পরিবারে ১০টি ছাগল ২টি গরু, ঘরের আসবাবপত্র সহ ১০টি ঘর অগিকান্ডে সম্পূর্ন রুপে ভস্মিভুত হয়েছে।
এসময় দিনমজুর একরাম (৩৫) অগ্নিকান্ডে পুড়ে আহত হয়েছে অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। জানা গেছে খরব পেয়ে ভেড়ামারা থেকে ফায়ার সার্বিস এর গাড়ী আসতে আসতে উক্ত বাড়ীঘর ভস্মিভুত হয়ে যায়।