লকডাউনের প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম, রাস্তায় নেমে এলেন ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৫ পিএম, ৫ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ১২:৫৮ এএম, ৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
লকডাউনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম নগরে বিভিন্ন শপিং মলের ব্যবসায়ী-কর্মচারী ও বিভিন্ন উপজেলায় লকডাউনের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন শত শত ব্যবসায়ী। এ সময় ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের ‘অবৈধ লকডাউন মানি না-মানব না’ বলে স্লোগান দিতে দেখা যায়। এসব সমাবেশ থেকে ব্যবসায়ীরা ক্ষোভপ্রকাশ করে বলেন, সরকার লকডাউন ঘোষণা করে ব্যবসায়ীদের ধ্বংস করার ব্যবস্থা করেছে। সব অফিস আদালত খোলা, গার্মেণ্টস খোলা, বইমেলা খোলা, খেলাধুলাও হচ্ছে, শুধু ব্যবসায়ীদের জন্য লকডাউন? সারাদেশে লক্ষ লক্ষ দোকানে কয়েক কোটি ব্যবসায়ী-কর্মচারী কাজ করে, তাদের পরিবার কিভাবে চলবে সে চিন্তা সরকারের নেই। করোনায় মরার চেয়ে না খেয়ে মরার কষ্ট অনেক বেশি।
আজ সোমবার দুপুর ২টার কিছু পর চট্টগ্রামের বৃহত্তম মার্কেট রেয়াজুদ্দিন বাজার, তামাকুমন্ডি লেনের ব্যবসায়ীরা তিনপুলের মাথার সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি হকার মার্কেটের সামনে দিয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে নিউমার্কেট, মিমি সুপার মার্কেট, স্যানমার ওশান সিটি, আমিন সেন্টারসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা যোগ দেন। মানববন্ধনে অংশ নেয়া ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন মার্কেটের সভাপতি ও সাধারন সম্পাদক পৃথকভাবে বক্তব্য প্রদান করেন।
তামাকুমন্ডি লেন ব্যবসায়ীরা বিক্ষোভ করে। এছাড়া ও হাটহাজারী উপজেলায় বিক্ষোভ করে। সাতকানিয়া, লোহাগড়া, পটিয়া সহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ হয়েছে।
নগরীতে যানবাহন কম থাকলেও উপজেলা গুলোর চিত্র ভিন্ন। এখানে যাত্রী বাহিবাস ছাড়া সব কিছু চলাচল করতে দেখাগেছে। মার্কেট ছাড়া সব দোকান-পাট খোলা ছিল।