আগামী ১৩ এপ্রিল বগুড়ার পদ্মপাড়ায় উদ্ভোধন হতে চলেছে “মসজিদে আর রহমান ”
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৮ পিএম, ১০ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৩:২০ পিএম, ৭ সেপ্টেম্বর,শনিবার,২০২৪
মসজিদ মানে একটি জান্নাতি ঘর,আল্লার ঘর। এই ঘরের যে বাসিন্দা হবে তার জন্য জান্নাতের দরজা খোলা। আর এটি মনে প্রাণে বিশ্বাস করে ধর্মপ্রাণ মুসলমানরা। এই ভাবনা থেকে যার যার সাধ্যমত আল্লার ঘর মসজিদ তৈরী করে। কেউ আবার এই পবিত্র ঘরে সার্বিক সহযোগিতা করে থাকে উন্নয়নের জন্য।
আসছে আগামী ১৩ এপ্রিল মঙ্গলবার ২০২১ দুপুর ১২টায় বগুড়ার পদ্মপাড়ায় “মসজিদে আর রহমান ” নামে একটি নব নির্মিত মসজিদ উদ্ভোধন হতে যাচ্ছে। এই মসজিদ উদ্ভোদনের আনুষ্ঠানিক দাওয়াত পত্র মুসল্লিদের মাঝে নানা ভাবে পোঁছে দিচ্ছে কর্তৃপক্ষ। এই মসজিদকে ঘিরে স্থানীয় এলাকার সর্বস্তরের মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে। পবিত্র মাহে রমজান কে সামনে রেখেই এই মসজিদটি উদ্ভোধন হচ্ছে। উদ্ভোধনের পরের দিনে পবিত্র মাহে রমজান শুরু। তাই এলাকার সকল ধর্মপ্রাণ মুসুল্লিদের কাছে এই মসজিদের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে।
এদিকে এই মসজিদের প্রতিষ্ঠাতা হলেন বিশিষ্ট্য মিডিয়া ব্যক্তিত্ব,সাংবাদিক ,লেখক ও জনগণের সেবক আতিকুর রহমান রুমন। এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লিদের এই মসজিদে এসে নামাজ আদায়ের অনুরোধ করেছেন মসজিদটির প্রতিষ্টাতা সাংবাদিক আতিকুর রহমান রুমন।