বোয়ালমারীতে আট বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫০ পিএম, ১৭ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৮:১৩ পিএম, ২৯ নভেম্বর,শুক্রবার,২০২৪
ফরিদপুরের বোয়ালমারীতে আট বছরের এক শিশুর শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে থানায়। পুলিশ বিষয়টি আমলে নিয়ে মামলা রুজুর প্রস্তুতি নিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ওই শিশুটির মা বোয়ালমারী থানায় এসে লিখিত অভিযোগে জানান, তার আট বছরের মেয়ে গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) বাড়ির পাশের বারাসিয়া নদীতে গোসল করতে যায়। এ সময় ওই গ্রামের ইউনুস শেখ (৫০) তাকে ঘাড়ে করে নিকটেই রায়পুর শ্মশানের পাশে বাগানে নিয়ে যায়। তাকে ভয় দেখিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে।
শিশুটির মা জানান, রাতে তার মেয়ে কান্নাকাটি করে। তখন জিজ্ঞাসাবাদে তাদের কাছে ঘটনাটি জানায়। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আমীর হামজা বলেন, মেয়েটিকে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালে আনা হয়। সে অসুস্থ ছিল। তাকে ধর্ষণ চেষ্টার লক্ষণ দেখা গেছে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় শনিবার দুপুরে ওই শিশুটির মা বোয়ালমারী থানায় মামলা দায়েরের জন্য লিখিত অভিযোগ দেন। বোয়ালমারী থানার এএসআই কাজী রিপন অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, একটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়ধীন রয়েছে।