সিদ্ধিরগঞ্জে বিপুল মাদকসহ যুবলীগের ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৭ পিএম, ১৭ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৭:৩৯ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১৮ কেজি গাঁজা ও ৮৯৬ বোতল ফেনসিডিলসহ যুবলীগের ৮ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো, যুবলীগ নেতা টাইগার ফারুকের সহযোগি রাকিব হাসান (২৮) এবং মো: বাবুল (২৭), রোকনুজ্জামান ওরফে রাতুল (৩৪), রাসেল মাদবর (৩০), ওমর ফারুক (৩২), সোলায়মান (৩৫) ফরহাদ খান (২৮) ও মোঃ অয়ন (১৮)। এসময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ আটক করা হয়। এরমধ্যে রাকিব হাসান সিদ্ধিরগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ি যুবলীগ নেতা টাইগার ফারুকের সহযোগি।
গতকাল শুক্রবার রাত ১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে র্যাব-৩ এর একটি টিম তাদের গ্রেপ্তার করে। র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ (মিডিয়া) সুপার বীনা রানী দাস পিপিএম, তথ্য জানিয়েছেন। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে র্যাব-৩ এর সদস্যরা গ্রেপ্তারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) শরীফ আহমেদ জানান, বাবুল, রাতুল ও রাসেলকে ৮০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় এবং রাকিব হাসান, ওমর, সোলায়মান, ফরহাদ ও অয়নকে ৯৬ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজাসহ আটক করে র্যাব। আসামিদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে র্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।