ধামরাই থানায় এক মাস ঘুরেও মামলা করতে পারেনি দলিল লেখক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৭ পিএম, ২৪ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ১০:৫৭ পিএম, ১৬ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
ধামরাই থানা পুলিশ বিগত এক মাসেও দলিল লেখকের মামলা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ধামরাই উপজেলার সানোড়া গ্রামে দলিল লেখক শরীফুল ইসলামের পৈত্রিক ৪৩ শতাংশ জমিতে এলাকার লাঠিয়াল বাহিনী আলতাফ হোসেন সামাদ, সবুরউদ্দিন, নাজিমুদ্দিন, কাজুমদ্দিনরা মিলে বিগত ১৫ মার্চ দলিল জবরদখল করে ও হত্যার হুমকি দেয় লাঠিয়াল বাহিনীর সদস্যরা।
এ ঘটনার পর বাধ্য হয়ে দলিল লেখক ১৫ মার্চ ধামরাই থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ধামরাই থানার এস আই সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনা সত্যতা পান।
কিন্তু পুলিশের এস আই সেকেন্দার আলী দলিল লেখক শরীফুল ইসলামকে থানায় দিনের পর দিন ঘুরাতে থাকেন। বিগত এক মাস অতিবাহিত হলেও ধামরাই থানা পুলিশ দলিল লেখকের মামলা রেকর্ড ভুক্ত করেনি বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী শরীফুল ইসলাম দিনকালকে বলেন, দারোগা সেকেন্দার আলীর চাহিদা মত ঘুষের টাকা দিয়ে না পারায় আমার মামলা নেয়নি। এ ভাবেই ধামরাই থানায় ভুক্তভোগীরা দিনের পর দিন কোন সঠিক বিচার পাচ্ছে না অসাধু পুলিশ কর্মকর্তাদের কারনে।
ভুক্তভোগী অবিলম্বে মামলা গ্রহন করতে পুলিশের উর্ধত্বন কর্মকর্তার হস্তক্ষেপ কামনায় করেন।