ফেন্সিডিল নিয়ে স্বামীসহ ‘কথিত’ নারী সাংবাদিক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৫ পিএম, ২ মে,রবিবার,২০২১ | আপডেট: ১১:৪২ এএম, ১৩ অক্টোবর,রবিবার,২০২৪
দিনাজপুরেট ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩৫ বোতল ফেন্সিডিলসহ কথিত নারী সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি ও তার স্বামীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকার লিয়াকত আলীর ছেলে মুন্না বিহারী (৪০) ও তার স্ত্রী কথিত সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি (৩৫)।
গতকাল শনিবার (১ মে) সকালে ঘোড়াঘাট উপজেলার বলাহার বাজার নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আজিম উদ্দিন।
তিনি জানান, মাদক পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বলাহার বাজারে অবস্থান নেয়। এসময়য় হিলি থেকে মোটরসাইকেল যোগে বগুড়া যাবার পথে বলাহার বাজারে গাড়িটিকে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেয়।
এসময় তারা গাড়িটি না থামিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করে আটক করে।
এসময় ব্যাগে ১৩৫ বোতল ফেন্সিডিল সহ স্বামী-স্ত্রীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।