বোচাগঞ্জে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিত করণ সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৭ পিএম, ৩ মে,সোমবার,২০২১ | আপডেট: ০৯:৪৪ পিএম, ১২ অক্টোবর,শনিবার,২০২৪
আজ সোমবার (৩ মে) সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান এর সভাপতিত্বে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২১ উপলক্ষ্যে এক অবহিত করণ সভা করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান মোঃ জাফরুল্লাহ, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ রাসেল খন্দকার প্রমুখ।
এসময় ইপিআই টেকনোলজিস্ট মোঃ বাহারাম হোসেন, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সহ সকল চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।