গণতান্ত্রিক আন্দোলনে নির্যাতিত পরিবারের হাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রদত্ত উপহার প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৪ পিএম, ৩ মে,সোমবার,২০২১ | আপডেট: ০৫:৪৮ পিএম, ১৫ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত নেতাকর্মীদের মাঝে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরন অনুষ্ঠান আজ সোমবার বেলা ১২ টায় খুলনা বিএনপি কার্যালয়ে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মন্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি অ্যাড শফিকুল আলম মনা, নগর সাধারন সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জামান, জেলা সাধারন সম্পাদক আমীর এজাজ খানসহ মহানগর ও জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ দেশের দু:সময়ে দলের ত্যাগী কর্মীদের পাশে থাকার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ১৪ জন নিযাতিত নেতা কর্মীদের পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।